আসন্ন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে পার্বতীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত


শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

আসন্ন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে একটি উঠান বৈঠক/অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সমাজসেবা কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।


উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। তিনি আসন্ন গণভোটের গুরুত্ব, নাগরিকদের দায়িত্ব ও জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গণভোটে সকলের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সভায় তিনি গণভোটকে ঘিরে বিভ্রান্তি এড়িয়ে সঠিক তথ্য জানার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে রাষ্ট্রীয় ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


এ সময় উঠান বৈঠকে এমকে টেলিভিশনের চেয়ারম্যান ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি হাবিব ইফতেখারসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অংশগ্রহণকারীরা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget