দিনাজপুর- ৫ আসনে ১০ মনোনয়ন প্রার্থীর মধ্যে বৈধ ৯ জন, বাতিল ১




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের প্রার্থী যাচাই-বাছাইয়ে ১০ মনোনয়ন  প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। বাতিল ঘোষনা করা হয়েছে ১ জন প্রার্থীকে বাতিল করা হয়েছে। 

রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, জামাতের আনোয়ার হোসেন, জাতীয় পার্টির কাজী আব্দুল গফুর, এনসিপির ডাঃ আব্দুল আহাদ, বাংলাদেশ খোলাফায়ে মজলিস ছাড়াও ৪ সতন্ত্র প্রার্থীরা হলেন এ জেড এম রেজওয়ানুল হক, এস এম জাকারিয়া বাচ্চু, হজরত বেলায়েত হোসেন ও রুস্তম আলী। মনোনয়ন বাতিল হয়েছে আমজনতা পার্টির ইব্রাহিম খলিলের।


প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget