শাহিনুর রহমান,
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-এর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে দিনাজপুর পিটিবি মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার কার্যালয়ে জেলা আহ্বায়ক মো. মাহফিজুল ইসলাম মাসুম ও সদস্য সচিব আলহাজ্ব মো. ইকবাল টার্জেন স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. ওয়াহেদুল ইসলাম-কে আহ্বায়ক এবং আলহাজ্ব শওকত মাহমুদ-কে সদস্য সচিব করে মোট ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ডা. মো. মশিউর রহমান। যুগ্ম আহ্বায়ক: আবু বক্কর সিদ্দিক, আনিসুর রহমান, আশরাফুজ্জামান, রেজাউল করিম পিডি, হাসান আলী, আশরাফুল মিলন, ইয়ামিন আলী, নুর নবী পাইকার, নুর আলম সিদ্দিক, তারিকুল ইসলাম সুমন, ফুজাইল রহমান শাহ, দেলোয়ার হোসাইন, নাজিম আকতার বুলবুল, পারভেজ আল আমিন, নুর মোহাম্মদ সবুজ, কাজী রাশেদুল, আবু সাঈদ সোহেল, আব্দুল খালেক, রনি সুলতানা, রিফাত সরকার কমল, আশরাফুল আলম, আব্দুর রাজ্জাক, হেলাল উদ্দিন, বেলাল হোসেন, জিয়াউল ইসলাম। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন নুর আলম সর্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুমোদন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো.
মিজানুর রহমান মিজান, আরাফাত রহমান কোকো ক্রীড়া
সংসদের যুগ্ম
আহ্বায়ক আবু সাঈদ
খান শাহিন, ইতেখার মন্ডল, জামিউল ইসলাম, ১নং সদস্য ও
দপ্তর সম্পাদক মো. নুর আলম
সোহেল, সদর উপজেলা
সদস্য সচিব
তারেক আল কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক মিজান, পলাশ,
পৌর যুগ্ম
আহ্বায়ক সোহেলসহ সংগঠনের অন্যান্য
নেতৃবৃন্দ।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার আহ্বায়ক মো. মাহফিজুল ইসলাম মাসুম বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ক্রীড়াপ্রেমী তরুণ সমাজকে সংগঠিত করার একটি আদর্শ প্ল্যাটফর্ম। পার্বতীপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কার্যক্রম আরও জোরদার হবে।
আমি বিশ্বাস করি, নবগঠিত এই কমিটি সংগঠনের গঠনতন্ত্র ও আদর্শ অনুসরণ করে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে পার্বতীপুর উপজেলাকে একটি শক্তিশালী ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনিযুক্ত আহ্বায়ক মো. ওয়াহেদুল ইসলাম বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্রীড়াপ্রেমী পুত্র আরাফাত রহমান কোকোর আদর্শে গড়ে ওঠা একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে পার্বতীপুর উপজেলায় তরুণ সমাজকে ক্রীড়ামুখী করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, জেলা শাখার নেতৃবৃন্দ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা তা নিষ্ঠা ও সততার সঙ্গে বাস্তবায়ন করবো। ভবিষ্যতে পার্বতীপুরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে।
অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো-এর পবিত্র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা শাখার সদস্য ডা. মো. মশিউর রহমান।

Post a Comment