সেলিম হোসেন, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ (—) কলারোয়া উপজেলার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের একটি বড় আকারের শোডাউন/নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি জানান দিতেই এ মহড়ার আয়োজন করা হয়। সকাল থেকেই কলারোয়া থানা পুলিশের চৌকস সদস্যদের অংশগ্রহণে মহড়া শুরু হয়। আধুনিক সরঞ্জাম ও সুসজ্জিত যানবাহনের বহর নিয়ে পুলিশের কাফেলা কলারোয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আশ্বাসের দৃশ্য দেখা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে সহিংসতা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুধু রাজপথেই নয়, উপজেলার প্রত্যন্ত ও নিভৃত এলাকাগুলোতেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল জোরদার করার কথাও জানানো হয়।
এদিকে স্থানীয় ভোটাররা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের মহড়া ও টহল অব্যাহত থাকলে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Post a Comment