নাহিদা আক্তার লাকী, দিঘলিয়া (খুলনা):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় নিরাপত্তা মহড়া দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
আজ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে মহড়া শুরু হয়। পরে বারাকপুর বাজার ও সেনহাটি পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাতের নেতৃত্বে শতাধিক নৌবাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা–৪ আসনের দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতেই এ মহড়া পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অপরাধ দমনে নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Post a Comment