দিনাজপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬



দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ জানুয়ারি-২০২৬ শনিবার সকালে দিনাজপুর গোর-এ- শহীদ ময়দানে (বড় মাঠ) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।

তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি কর্মজীবনে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সরকারি কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে সহায়ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনমন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান।

উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহীদুল ইসলাম এনডিসি এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগীয় দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন,সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget