এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার ওয়াহেদুল ইসলামের নাতনি সাদিয়ার শুভ বিবাহ সম্পন্ন

 


এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার ওয়াহেদুল ইসলামের নাতনি সাদিয়ার সঙ্গে প্রবাসী নয়নের শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় এক অনাড়ম্বর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিবাহ অনুষ্ঠানে বর–কনের আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতির সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

শেষ পর্যায়ে নবদম্পতির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দাম্পত্য জীবনের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।


বিবাহ অনুষ্ঠানে ওয়াহেদুল ইসলাম বলেন, সাদিয়া ও নয়নের নতুন জীবনের শুরুতে সকলের দোয়া তাদের জন্য বড় শক্তি। আল্লাহ তায়ালা যেন তাদের জীবনকে ভালোবাসা ও সৌহার্দ্যে ভরে রাখেন।


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget