এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার ওয়াহেদুল ইসলামের নাতনি সাদিয়ার সঙ্গে প্রবাসী নয়নের শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় এক অনাড়ম্বর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিবাহ অনুষ্ঠানে বর–কনের আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতির সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
শেষ পর্যায়ে নবদম্পতির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দাম্পত্য জীবনের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিবাহ অনুষ্ঠানে ওয়াহেদুল ইসলাম বলেন, সাদিয়া ও নয়নের নতুন জীবনের শুরুতে সকলের দোয়া তাদের জন্য বড় শক্তি। আল্লাহ তায়ালা যেন তাদের জীবনকে ভালোবাসা ও সৌহার্দ্যে ভরে রাখেন।

Post a Comment