শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
‘মোরা সুখের দুখের কথা বলবো, প্রাণ জুড়াবে তায়’ এই হৃদয়ছোঁয়া স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুরের পার্বতীপুরে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় ও পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬-৮৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে অংশ নেওয়া ৮৬-৮৭ ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত। এই ব্যাচের সদস্যদের মধ্যে রয়েছেন সচিব, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক, কবি-সাহিত্যিক, কণ্ঠশিল্পী, সাংবাদিক ও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবায় নিয়োজিত গুণীজনরাও এতে অংশ নেন। হৃদয়ের টানে ও বন্ধুত্বের বন্ধনে সবাই যেন ফিরে যান স্মৃতিময় স্কুলজীবনে।
মিলনমেলায় সাংস্কৃতিক পর্বে আবৃত্তি পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের কথক ও আবৃত্তিকার এবং মিডিয়া ব্যক্তিত্ব কবি হাবিব ইফতেখার। সংগীত পরিচালনা করেন বেতার ও বিটিভির শিল্পী ওয়াহিদুল ইসলাম। মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন বিটিভির শিল্পী শাহানাজ পারভীন, শিল্পী ইসরাত জাহান আপি এবং ডা. রণদা প্রসাদ রায় কাকন। এছাড়াও শিশু সন্তানদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
কবিতা আবৃত্তি, গান, কৌতুক ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন ব্যাচের সদস্যরা। ফটোসেশন, হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও আবেগঘন মুহূর্তে মিলনমেলাটি পরিণত হয় এক অনন্য উৎসবে।
সতীর্থ বন্ধুরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজন করা হবে, যাতে বন্ধুত্বের বন্ধন অটুট থাকে এই প্রত্যাশা সবার।

Post a Comment