পার্বতীপুরে শীতার্থদের পাশে দাঁড়াল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন


পার্বতীপুর, দিনাজপুরঃ 
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শীতের তীব্রতায় কাঁপছে অসহায় ও দুস্থ মানুষরা। তাদের পাশে দাঁড়িয়েছে পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মেলার ডাঙ্গা, জামিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা, তুলশীপুকুর, স্টেশন চত্বরসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম তারেকুল আলমসহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

দুস্থদের জন্য এমন সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিথি ও আয়োজকরা।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget