শাহিনুর রহমান, এমকে টেলিভিশন:
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পুরাতন বাজার ধানহাটীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক’র সঞ্চালনায় এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ—সভাপতি মো: আমিনুল ইসলাম শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: বক্তিয়ার আহমেদ কচি।
বিশেষ অতিথি হিসেবে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদো, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম (ডাক্তার), উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী গোলাপ ও সাধারণ সম্পাদক মোকছেদুল রহমানসহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: বক্তিয়ার আহমেদ কচি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দিনাজপুর—৫ আসনে দলীয় প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের হাতকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, এখন সময় ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার। ব্যক্তিগত মতপার্থক্য বা বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। দলীয় সাংগঠনিক শক্তি বাড়ানো, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
বক্তিয়ার আহমেদ কচি আরও বলেন, দিনাজপুর—৫ আসনে বিজয় নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সংগঠনকে সক্রিয় করে জনসংযোগ বাড়াতে হবে এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে একই ছাতার নিচে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

Post a Comment