রিপোর্ট: নজরুল ইসলাম
কেসিনোর ভয়াল থাবায়ে ধ্বংস হয়ে যাচ্ছে সাজানো জীবন। আজকাল প্রত্যেক মানুষ যেভাবে টাচ মোবাইল ব্যবহার করছেন এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাচ্ছেন সেই সুযোগ কাজে লাগিয়ে অনেকে কেসিনো খেলায় আসক্ত হয়ে যাচ্ছেন।
এতে তাদের সময়, অর্থ, সম্মান নষ্ট হওয়ার পাশাপাশি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অসংখ্য পরিবার এবং অসংখ্য জীবন কেসিনো খেলায় আকৃষ্ট হওয়ার ফলে ঘরে বসেই যেন তাদের জীবন নষ্ট করছেন। এমনকি অনেকেই বেকার হয়ে যাচ্ছেন।
ফলে সমাজে নানা বিশৃঙ্খলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই জনসাধারণ সহ সকল ভুক্তভোগী পরিবারের সরকারের কাছে একটাই চাওয়া, যে খেলার মাধ্যমে কোন উপকার নাই সেটি দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তা না হলেএকদিকে অর্থের যেমন নষ্ট হচ্ছে তেমনি এ টাকায় বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সরকার যেন অতি দ্রুত এটি বন্ধ করে দিয়ে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করেন। এর পাশাপাশি সকল প্রকার নেশার দ্রব্য বিষয়ে কঠোর আইন পাস করেন।

Post a Comment