পার্বতীপুরে জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

 


শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর- (পার্বতীপুরফুলবাড়ী) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী আব্দুল গফুর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ কর্মী সভা করেছেন।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে তিনি পার্বতীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দ্বারে দ্বারে গিয়েলাঙলপ্রতীকে ভোট দোয়া প্রার্থনা করেন।

 

কাজী আব্দুল গফুরের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীরা পার্বতীপুরের পুরাতন বাজার থেকে প্রচারণা শুরু করেন। এরপর থানা মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, গুলপাড়া হয়ে নতুন বাজার এলাকায় পথসভার মাধ্যমে গণসংযোগ কার্যক্রম শেষ হয়।

 

সময় তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টি লাঙল প্রতীকের বিকল্প নেই। উন্নয়নমুখী রাজনীতি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা সমর্থন কামনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ১০নং হরিরামপুর ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের যুগ্ন আহ্বায়ক জীবন কুমার পাল, মোহাম্মদ বকুল, আলিনুর ইসলাম, মোহাম্মদ বাচ্চু মিয়া, একরামুলসহ আরো অনেকে।

 

গণসংযোগকালে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget