কলারোয়া কলেজ মাঠে বিতর্কিত টিকটকার মিকাপ: তদন্তে সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিম


সেলিম হোসেন সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি : 

সাতক্ষীরা কলারোয়া আমানুল্লাহ ডিগ্রি  কলেজেের মাঠে সম্প্রীতি  আয়োজিত একটি কনটেন্ট ক্রিয়েটার মিকাপ অনুষ্ঠান কে ঘিরে  উদ্বেগ প্রকাশ করছে, সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালাট্ টিম ,  টিমের নিয়মিত মনিটরিং কার্যক্রমে দেখা যায়।  

উক্ত অনুষ্ঠানে সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লিল ভাষা গালিগালাজ ও অনৈতিক আচরনের জন্য সমালোচিত একাধিক টিকটকার উপস্থিত ছিলেন। 

সাইবার ক্রাইম অ্যালাট্ টিমের দাবি,  অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রকাশ্যে অনুপযুক্ত ও অশালীন ভাষা ব্যবহার করা হয়,   যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে  সম্পুর্নভাবে অসামঞ্জস্যপূর্ণ।  এতে শিক্ষার্থী ও যুব সমাজের উপর নেতিবাচক  প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে  বলে মনে করছে সংশ্লিষ্টরা।  

প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়,  উক্ত অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিতর্কিত টিকটকারের বিষয়ে পূর্বেই জেলা সাইবার অপরাধ প্রতিরোধ  কমিটি আলোচনা সময়ে বিষয়টি উপস্থাপন ও আলোচনা করা হয়েছিলো, এরপরও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের আয়োজন পুনোরায় হওয়াকে দায়িত্বহীনতার পরিচায়ক হিসেবে দেখছে টিম সাতক্ষীরা সাইবার ক্রাইম আলাট্ টিম ।

বিষয়টি ইতিমধ্য সংশ্লিষ্ট উদ্ধতম  কর্মকর্তাদের অবহিত করা হয়েছে ।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটণাটি যাচাই-বাচাই প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিদ্যমান আইনও বিধি অনুযায়ী প্রজোনিয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়েছে ।

এছাড়া সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালাট্ টিম সকল শিক্ষা  প্রতিষ্ঠান ও অভিভাবক ও যুব সজাজকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শালীনতা ও নৈতিকতা  দায়িত্বশীলতা বজায় রাখার আহবান জানিয়েছেন , একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে  কোন ভাবেই অনৈতিক বা বিতর্কিত প্রচারের প্ল্যাটফর্ম  হিসেবে ব্যবহার না করার জন্য সকলের সহযোগিতা করার আহবান জানিয়েছেন

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget