দিনাজপুর–০৫ আসনে জামায়াত–এনসিপি সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ

 

ডেক্স রিপোর্ট:

দিনাজপুর–০৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে জামায়াত–এনসিপি সমর্থিত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা. মো. আব্দুল আহাদ। মনোনয়ন প্রাপ্তির পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ডা. মো. আব্দুল আহাদ বলেন, “আলহামদুলিল্লাহ। এই মনোনয়ন মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমানত। আমি তাঁর দরবারে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, পার্বতীপুর–ফুলবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে মো. আনোয়ার হোসেনসহ ১১ দলীয় ঐক্যজোটের অসংখ্য নেতা-কর্মী নিষ্ঠা, ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আল্লাহ তাআলা আপনাদের ত্যাগ ও কুরবানী কবুল করুন।”

মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “মো. আনোয়ার হোসেন ভাই, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে


নিয়ে ইনসাফ, ন্যায় ও জনকল্যাণভিত্তিক আধুনিক পার্বতীপুর ও ফুলবাড়ী গড়ে তুলবো।”

শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “ইনশা আল্লাহ, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা বিজয়ের পথে এগিয়ে যাবো।”

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget