দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম জাকারিয়া বাচ্চুর মনোনয়নপত্র জমা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এস এম জাকারিয়া বাচ্চু।

সোমবার (২৯ ডিসেম্বর) তিনি পার্বতীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, ১০নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মনোনয়নপত্র জমা শেষে এস এম জাকারিয়া বাচ্চু বলেন, জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। দিনাজপুর-৫ আসনের ভোটারদের সমর্থন পেলে তিনি মানুষের কল্যাণে কাজ করবেন।


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget