প্রথম ধাপে ভাসানচরে এসে পেঁৗছেছে ১৬৪২ জন রোহিঙ্গা ।। MK Television News

প্রথম ধাপে ভাসানচরে এসে পেঁৗছেছে ১৬৪২ জন রোহিঙ্গা


প্রথম ধাপে ভাসানচরে এসে পেঁৗছেছে ১৬৪২ জন রোহিঙ্গা 

নোয়াখালী প্রতিনিধি :

প্রথম ধাপে নারী—পুরুষ, শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পেঁৗছেছে
১৬৪২ জন রোহিঙ্গা।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা ৭টি জাহাজে করে তারা ভাসানচরে এসে পেঁৗছায়। এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় ৭টি জাহাজ ।

নৌবাহিনীর প্রতিনিধিদল জানান, ভাসান চরে আসা সকল রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করবে। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭,৮,৯,১০ নম্বর ক্লাষ্টারে তাদেরকে রাখা হবে। আগামী ১ সপ্তাহ নৌবাহিনী তত্ত্বাবধানে তাদেরকে রান্না করে খাওয়ানো হবে। ভাষানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু রয়েছে ৮১০জন,পুরুষ ৩৬৮জন,নারী ৪৬৪জন। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসান চরে অবস্থান করছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget